প্রতি নিঃশ্বাসে নাম তোমার-লিরিক্সঃ
প্রতি নিঃশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেব
করবো ছারখার তোমায় না পেলে
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেব
করবো ছারখার তোমায় না পেলে
পাগল হয়েছি আমি অনেক আগেই
হেরে গেছি আজ আমার নিজের কাছে
কিছু বোঝেনা দুচোখ তুমি ছাড়া
সব হারাতেও রাজি পেতে তোমাকে
ঝর হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কাকে পারবে না
থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে
প্রতি নিঃশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেব
করবো ছারখার তোমায় না পেলে।
ভালোবাসা করেছো অপমান
দিয়ে আমায় অপমান
তোমাকে না পেলে যে,
পাবে না কেউ
চলবে আগুন বারেবার
ঝর হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কাকে পারবে না
থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে
প্রতি নিঃশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেব
করবো ছারখার তোমায় না পেলে।
পুরো দুনিয়া জ্বালিয়ে দেব
করবো ছারখার তোমায় না পেলে।
Nisshash-Lyrics In English:
Proti nisshashe nam tomar
Lakha amar moner vetore
Puro duniya jaliya debo
Korbo charkhar tomai na pale
Pagol hoyechi ami onek agee e
Hare gachi aj amar nijar kache
Kichu bhojhena duchokh tumi chara
Sob harate o raji pete tomake
Jhor hoye dile sob dhongso kore
Khoto dekhabo kake parbe na
Thamate kue amake
Sob shesh korbo nijar hathe
Proti nisshashe nam tomar
Lakha amar moner vetore
Puro duniya jaliya debo
Korbo charkhar tomai na pale
Bhalobasa korecho opoman
Diye amai opoman
Tomake na pele je
Pabe na keu
Cholbe agun barebar
Jhor hoye dile sob dhongso kore
Khoto dekhabo kake parbe na
Thamate kue amake
Sob shesh korbo nijar hathe
Proti nisshashe nam tomar
Lakha amar moner vetore
Puro duniya jaliya debo
Korbo charkhar tomai na pale
Song Credit:
Song Name: Nisshash
Movie: Borbaad
Director: Mehedi Hassan Hridoy
Singer: G.M. Ashraf
Lyrics: G.M. Ashraf
Tune: G.M. Ashraf
Label: Real Energy Production