এতো প্রেম এতো মায়া-লিরিক্সঃ
ঠোঁটের কোণে কথা
বলবো বলবো ভাবছি
এতটুকু ভাবনাতেই
তোমার নামে কাঁপছি
বলবো বলবো ভাবছি
এতটুকু ভাবনাতেই
তোমার নামে কাঁপছি
শীত বর্ষা ফাগুনে
দিন রাত গুনে গুনে
তোমার কাছে আসছি
আর ভালোবাসছি...
এতো প্রেমে তুমি জড়ালে
এমন ভালো কেউ বাসবে না
এতো মায়া তুমি ছড়ালে
তোমার পরে কেউ আসবে না
এতো প্রেমে তুমি জড়ালে
এমন ভালো কেউ বাসবে না
এতো মায়া তুমি ছড়ালে
তোমার পরে কেউ আসবে না
এমন ভালো কেউ বাসবে না
এতো মায়া তুমি ছড়ালে
তোমার পরে কেউ আসবে না
পথের মাঝে পথ হারিয়ে
খুঁজি তোমার হাত দুটি
যখন তোমার সঙ্গে থাকি
রোদে মেঘে লুটোপুটি
পথের মাঝে পথ হারিয়ে
খুঁজি তোমার হাত দুটি
যখন তোমার সঙ্গে থাকি
রোদে মেঘে লুটোপুটি
খুঁজি তোমার হাত দুটি
যখন তোমার সঙ্গে থাকি
রোদে মেঘে লুটোপুটি
তোমায় দেখায় সাধ বেড়ে যায়
অচিন অসুখ খুব সেরে যায়
মন খারাপ নেয় ছুটি
এতো প্রেমে তুমি জড়ালে
এমন ভালো কেউ বাসবে না
এতো মায়া তুমি ছড়ালে
তোমার পরে কেউ আসবে না
এমন ভালো কেউ বাসবে না
এতো মায়া তুমি ছড়ালে
তোমার পরে কেউ আসবে না
এতো প্রেমে তুমি জড়ালে
এমন ভালো কেউ বাসবে না
এতো মায়া তুমি ছড়ালে
তোমার পরে কেউ আসবে না
এমন ভালো কেউ বাসবে না
এতো মায়া তুমি ছড়ালে
তোমার পরে কেউ আসবে না
Eto Prem Eto Maya-Lyrics In English:
Thother kone kotha
Bolbo bolbo bhabchi
Eto tuku bhabnate e
Tomar namee kapchi
Shit borsha fagune
Din raat gune gune
Tomar kache asche
Ar bhalo baschi...
Eto preme tumi jorale
Emon bhalo keu basbe na
Eto maya tumi chorale
Tomar pore keu ashbe na
Eto preme tumi jorale
Emon bhalo keu basbe na
Eto maya tumi chorale
Tomar pore keu ashbe na
Pother majhe poth hariya
Khuji tomar hath duti
Jokhon tomar songhe thaki
Rode meghe lotoputi
Pother majhe poth hariya
Khuji tomar hath duti
Jokhon tomar songhe thaki
Rode meghe lotoputi
Tomar dekher sath bere jai
Achin asukh khub sere jai
Mon kharap nay chuti
Eto preme tumi jorale
Emon bhalo keu basbe na
Eto maya tumi chorale
Tomar pore keu ashbe na
Eto preme tumi jorale
Emon bhalo keu basbe na
Eto maya tumi chorale
Tomar pore keu ashbe na
Song Credit:
Song: Eto Prem Eto Maya
Singer: Rehaan Rasul & Abanti Shithi
Lyrics: Shomeshwar Oli
Tune: Sajid Sarker
Drama: Mon Duari | মন দুয়ারী
Written by: Nasir Khan & Jakaria Showkhin
Directed by: Jakaria Showkhin
Label: CMV