আমার হিয়ার মাঝে-লিরিক্স | স্বরলিপিঃ
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
বাহির পানে চোখ মেলেছি
আমার হৃদয় পানে চাই নি
বাহির পানে চোখ মেলেছি
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
সকল আঘাত, সকল আশায়
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে আমার কাছে
আমি তোমার কাছে যাই নি
আমি তোমার কাছে যাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়
ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম
কেটেছে দিন হেলায়
ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম
কেটেছে দিন হেলায়
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়
ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম
কেটেছে দিন হেলায়
ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম
কেটেছে দিন হেলায়
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ সুখের গানে
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ সুখের গানে
সুর দিয়েছ তুমি
আমি তোমার গান তো গাই নি
আমার দুঃখ সুখের গানে
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ সুখের গানে
সুর দিয়েছ তুমি
আমি তোমার গান তো গাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
বাহির পানে চোখ মেলেছি
আমার হৃদয় পানে চাই নি
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
Amar Hiyar Majhe Lukiye-Lyrics In English:
Amar hiyar majhe lukiye chile
Dekhte ami pai ni
Tomay dekhte ami pai ni
Amar hiyar majhe lukiye chile
Bahir pane chokh melachi
Amar hridoy pane chai ni
Amar hiyar majhe lukiye chile
Dekhte ami pai ni
Tomay dekhte ami pai ni
Amar hiyar majhe lukiye chile
Amar sokol bhalobasai
Sokol aghath, sokol asai
Amar sokol bhalobasai
Sokol aghath, sokol asai
Tumi chile amar kache
Ami tomar kache jai ni
Amar hiyar majhe lukiye chile
Dekhte ami pai ni
Tomay dekhte ami pai ni
Amar hiyar majhe lukiye chile
Tumi mor annondo hoye
Chile amar khelai
Tumi mor annondo hoye
Chile amar khelay
Annonde tai bhulechilem
Annonde tai bhulechilem
Ketache din helay
Tumi mor annondo hoye
Chile amar khelai
Tumi mor annondo hoye
Chile amar khelay
Annonde tai bhulechilem
Annonde tai bhulechilem
Ketache din helay
Gopon rohi govir prane
Amar dukko sukher gaane
Gopon rohi govir prane
Amar dukko sukher gaane
Sur diyacho tumi
Ami tomar gaan to gai ni
Amar hiyar majhe lukiye chile
Dekhte ami pai ni
Tomay dekhte ami pai ni
Amar hiyar majhe lukiye chile
Bahir pane chokh melachi
Amar hridoy pane chai ni
Amar hiyar majhe lukiye chile
Dekhte ami pai ni
Tomai dekhte ami pai ni
Amar hiyar majhe lukiye chile
Song Credit:
Song Name: Amar Hiyar Majhe
Singer : Sanchita Roy
Lyrics: Rabindranath Tagore
Composition : Rabindranath Tagore
Song Information:
রাগ: পিলু
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতার পথে রেলগাড়িতে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর