প্রেমের মরা জলে ডুবে না-লিরিক্সঃ
প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
প্রেম কইরাছে আইয়ুব নবী
যার প্রেমে রহিমা বিবি গো
যার প্রেমে রহিমা বিবি গো
প্রেম কইরাছে আইয়ুব নবী
যার প্রেমে রহিমা বিবি গো
তারে আঠারো সাল কিরায় খাইলো
আঠারো সাল
তারে আঠার সাল কিরায় খাইলো
তবু রহিমা ছাড়ল না দরদী
যার প্রেমে রহিমা বিবি গো
তারে আঠারো সাল কিরায় খাইলো
আঠারো সাল
তারে আঠার সাল কিরায় খাইলো
তবু রহিমা ছাড়ল না দরদী
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
প্রেম কইরাছে ইউসুফ নবী
যার প্রেমে জুলেখা বিবি গো
প্রেম কইরাছে ইউসুফ নবী
যার প্রেমে জুলেখা বিবি গো
যার প্রেমে জুলেখা বিবি গো
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
প্রেমের দায়ে
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
তবু সে প্রেম ছাড়ল না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
প্রেম কইরাছে মুসা নবী
যার প্রেমে দুনিয়ার খুবি গো
যার প্রেমে দুনিয়ার খুবি গো
হায়রে পাহাড় জ্বলে সুরমা হইলো
পাহাড় জ্বলে
হায়রে পাহাড় জ্বলে সুরমা হইলো
তবুও মুসা জ্বললো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না
প্রেমের মরা জলে ডুবে না
Premer Mora Jole Dobe Na-Lyrics In English:
Premer mora jole dube na
Tumi sujon daikka koiro pirit
Moile jeno bhule na dorodi
Premer mora jole dube na
Premer mora jole dube na
Tumi sujon daikka koiro pirit
Moile jeno bhule na dorodi
Premer mora jole dube na
O Prem korte duidin vangte ekdin
Omon Prem ar koiro na dorodi
Premer mora jole dobe na
Song Credit:
গানঃ প্রেমের মরা জলে ডুবে না
কন্ঠঃ আব্দুল আলীম
কথাঃ ওস্তাদ মমতাজ আলী খান
সুরঃ ওস্তাদ মমতাজ আলী খান
আরও বাউল গান (More Folk Song) :
আমার দুঃখ বোঝার মতো কারো সময় নাই-লিরিক্স
তোরে ভুলে যাওয়ার লাগি আমি-লিরিক্স
মধু হৈই হৈই বিষ খাওয়াইলা-লিরিক্স
হৃদয় মাজারে রেখেছি তোমারে-লিরিক্স
ছাইড়া দে কলসি আমার যায় বেলা-লিরিক্স
আমার মন পাখি আমার প্রাণ পাখি-লিরিক্স
অন্তরেতে দাগ লাগাইয়া রে-লিরিক্স
আগে কি সুন্দর দিন কাটাইতাম-লিরিক্স