ভালবাসার মরশুম(Bhalobashar Morshum)-লিরিক্স | Arijit Singh & Shreya Ghoshal

Bhalobashar Morshum

ভালোবাসারই মরশুম-বাংলা লিরিক্সঃ 

 মন একে একে দুই
একাকার আমি তুই
আর না চোখ ফিরিয়ে একটু হাস

নেই মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছুঁই
মিলবে সব জীবনের ক্যালকুলাস।

স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম

এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম।

ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই
সেই যে সেই তাকালেই সর্বনাশ।

ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়।

প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম তবু সেই তো ভেজায়।

ব্যথারা ফিরেছে এ পাশ
বালিশে জমে ভাঙা ঘুম
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম।

দিন বদলে যাবে ফের
হাত ধরে সময়ের

ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।

Bhalobashar Morshum-Lyrics In English:


Mon eke eke dui
Ekakar ami tui
Ar na chokh pheriya ektu hass

Nei mone ki kichu?
Tor thother dana chui
Milbe sob jiboner calculas

Sritira gache porobas
Kothara hoyeche nijhum

E buke tabu baromash
Valobasar e morshum
Bhalobasar e morshum

Dak namee deke jai
Sei ager toke chai
Sei je sei takal e sorbonash

Jhor ele tui, sahe thakle ki voy
Tor thikanai, pathalam e hridoy

Song Credit:

Song Name : Bhalobashar Morshum
Singer : Arijit Singh & Shreya Ghoshal 
Lyrics : Barish
Tune : Sanai
Move : X Equals to Prem
Director : Srijit Mukherji
Label : SVF Music



Post a Comment

Previous Post Next Post