ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা-লিরিক্সঃ
ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
ঘরের দুয়ারে এসো
ঘরের দুয়ারে এসো
ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
ঘরের দুয়ারে এসো
ঘরের দুয়ারে এসো
শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ,
চোখের জোয়ারে মেশো
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
ঘরের দুয়ারে এসো।
ঘরের দুয়ারে এসো।
মনের আকাশে মেঘ জমা শেষ হলে
বুকের মাটি যে ভেসে যাবে কত জলে
মনের আকাশে মেঘ জমা শেষ হলে
বুকের মাটি যে ভেসে যাবে কত জলে
বুকের মাটি যে ভেসে যাবে কত জলে
তবু শুকনো হৃদয় প্রান্তরে তুমি
শিশিরের মতো হেসো।
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
ঘরের দুয়ারে এসো।
শুধু প্রেরণা হয়েই সরে থাকো চাইনাতো
এতো কাছে যদি এলে তবে আজ
সাড়া কেন পাইনা তো
শুধু প্রেরণা হয়েই সরে থাকো চাইনাতো
এতো কাছে যদি এলে তবে আজ
সাড়া কেন পাইনা তো
এতো কাছে যদি এলে তবে আজ
সাড়া কেন পাইনা তো
অনেক রাত্রি সাগরের মতো কেঁদে
মেঘেদের রঙে স্মৃতিকে নিয়েছে বেঁধে
অনেক রাত্রি সাগরের মতো কেঁদে
মেঘেদের রঙে স্মৃতিকে নিয়েছে বেঁধে
মেঘেদের রঙে স্মৃতিকে নিয়েছে বেঁধে
দুটি হাতের মালার সোহাগে
এবার ধরা দিয়ে ভালবেসো।
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা,
ঘরের দুয়ারে এসো।
ঘরের দুয়ারে এসো।
শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ
চোখের জোয়ারে মেশো
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
ঘরের দুয়ারে এসো।
ঘরের দুয়ারে এসো।
Ogo moner duare dariye thekona-Lyrics In English:
Ogo moner duare dariye thekona
Ghorer duare eso
Ogo moner duare dariye thekona
Ghorer duare eso
Shudu hridoy nadir deu diye aj
Chokher joyare mesho
Moner duare dariye thekona
Ghorer duare eso
Moner akashe megh joma shesh holee
Buker mati je veshe jabe koto jole
Moner akashe megh joma shesh holee
Buker mati je veshe jabe koto jole
Tabu shukno hridoy prantore tumi
Shishirer moto heso
Moner duare dariye theko na
Ghorer durare eso
Shudu prerona hoiye sore theko na chaina to
Eto kase jodi ele tabe aj
Sara keno painato
Shudu prerona hoiye sore theko na chaina to
Eto kase jodi ele tabe aj
Sara keno painato
Onek ratri sagorer moto kedo
Megher ronge sritike niyese bedhe
Onek ratri sagorer moto kedo
Megher ronge sritike niyese bedhe
Duti hater malar sohage
Ebar dhora diye bhalobeso
Moner duare dariye thekona
Ghorer durare eso
Shudu hridoy nadir deu diye aj
Chokher joyare mesho
Moner duare dariye thekona
Ghorer duare eso
Song Credit:
গানঃ ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
কন্ঠঃ নন্দিতা
মূল শিল্পীঃ আরতি মুখার্জী
কথাঃ দীপক ভট্টাচার্য
সুরঃ অনল চ্যাটার্জী
কন্ঠঃ নন্দিতা
মূল শিল্পীঃ আরতি মুখার্জী
কথাঃ দীপক ভট্টাচার্য
সুরঃ অনল চ্যাটার্জী
Song: Ogo Moner Duyare Danriye Theko Na
Singer: Nandita
Original Singer: Arati Mukherjee
Lyrics: Dipak Bhattacharya
Tune: Anal Chatterjee
Album Title: All Time Greats
Tune: Anal Chatterjee
Album Title: All Time Greats