মানুষ ধর মানুষ ভজ শোন বলি রে পাগল মন(Manush Dhoro Manush Bhojo)-লিরিক্স | বারী সিদ্দিকী

মানুষ ধর মানুষ ভজ শোন বলি রে পাগল মন

মানুষ ধর মানুষ ভজ-লিরিক্সঃ

মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন

মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন

মানুষ ধরো মানুষ ভজো
শোন বলি রে পাগল মন
মানুষ ধরো মানুষ ভজো
শোন বলি রে পাগল মন

মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগত লুটে?
এই না পঞ্চ ভূতের ঘটে
খেলিতেছে নিরাঞ্জন

১৪ তালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান
১৪ তালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান

লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করে যে আসন
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করে যে আসন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষ ধর মানুষ ভজো
শোন বলি রে পাগল মন

দুই ধারে দুই কঠোরা
হায়াত-মওত মাইঝখানে ভরা
সময় থাকতে খুঁজবে ত্বরা
নিকটেতে কাল সমন

সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে

শূন্য খাঁচা থাকবে পড়ে
কে করবে আর কার যতন?
শূন্য খাঁচা থাকবে পড়ে
কে করবে আর কার যতন?

মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন

তালাশে খালাস মেলে
তালাশ কর রঙমহলে
তালাশে খালাস মেলে
তালাশ কর রঙমহলে
উঠিয়া হাবলঙের কূলে
চেয়ে থাকব সর্বক্ষণ

দেখিবে হাবলঙের কূলে
দুই দিকেতে অগ্নি জ্বলে
দেখিবে হাবলঙের কূলে
দুই দিকেতে অগ্নি জ্বলে

ভেবে রশিদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন
ভেবে রশিদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন

মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে,পাগল মন
মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন 

Manush Dhoro Manush Bhojo-Lyrics In English:

Manush dhoro manush bhojo
Shon boli re pagol mon
Manush dhoro manush bhojo
Shon boli re pagol mon

Manusher vitore manush 
Koritache birajon
Manusher vitore manush 
Koritache birajon

Manush dhoro manush bhojo
Shon boli re pagol mon
Manush dhoro manush bhojo
Shon boli re pagol mon

Manush ki ar emonni bote
Jar chorone jogot lute?
Ei na poncho bhuter ghote
Khelitache niranjon

Song Credit:

গানের নামঃমানুষ ধর মানুষ ভজ
কন্ঠঃ বারী সিদ্দিকী
কথাঃ রশীদউদ্দিন আহমেদ
চলচ্চিত্রঃ শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
পরিচালকঃ হুমায়ূন আহমেদ
গানের ধরনঃ ফোক গান


আরও আরও বাউল গানঃ















Post a Comment

Previous Post Next Post