ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার(Briddhashram)-লিরিক্স | নচিকেতা চক্রবর্তী

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার-বাংলা লিরিক্সঃ 

 ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার

নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।


আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ও সব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ও সব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিলো কাকে খেল পোষা বুড়ো ময়না।

স্বামী স্ত্রী আর আলসেসিয়ান জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।

নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা
বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা
ঠোট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদেনা নেই বুঝি আর মনে

ছোট্ট বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে

দুহাত আজো খোঁজে ভুলে যায়যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।

খোকারও হয়েছে ছেলে দুবছর হল
আরতো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ তোল
একশ বছর বাঁচতে চাই এখন আমার ষাট
পচিশ বছর পরে খোকার হবে উনষাট

আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি
খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম

মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম

Briddhashram-Lyrics In English:

Chele amar mosto manush mosto officer
Mosto flate jai na dekha epar opar

Chele amar mosto manush mosto officer
Mosto flate jai na dekha epar opar

Nanan rokom jinish ar asbab dami dami
Sobche kom dami chilam ekmatro ami
Chele amar amar proti agoth somvrom
Amar thikana tai briddhashram

Amar beboharer sei almari ar ayna 
O sob naki besh porano flate rakha jai na

Amar beboharer sei almari ar ayna 
O sob naki besh porano flate rakha jai na
Or babar chobi ghori chori bidai holo taratari
Chere dilo kate khelo posa buro moina

Song Credits:

গানের নামঃ বৃদ্ধাশ্রম
শিল্পীঃ নচিকেতা চক্রবর্তী

গানের কথাঃ নচিকেতা চক্রবর্তী
গানের সুরঃ নচিকেতা চক্রবর্তী

Song Name : Briddhashram
Album Title: Dalchhut

Singer : Nachiketa Chakraborty
Lyrics: Nachiketa Chakraborty
Tune: Nachiketa Chakraborty




  নচিকেতার আরও গানঃ




Post a Comment

Previous Post Next Post