তোমার জন্য রোদ্দুর হতে পারি-লিরিক্সঃ
তোমার জন্য রোদ্দুর হতে পারি
তোমার জন্য রোদ্দুর হতে পারি
হতে পারি নীল জোছনায় ভেজা রাত,
তোমার জন্য রংধনু হতে পারি
হতে পারি দ্বিতীয়ার বাঁকা চাঁদ
তোমার জন্য রোদ্দুর হতে পারি
হতে বাধা নেই কালবৈশাখী ঝড়
তুমি চাইলেই হয়ে যাব আমি নদী,
হয়ে যেতে পারি নিয়নের লাল বাতি
মন থেকে তুমি একবার চাও যদি
হতে বাধা নেই কালবৈশাখী ঝড়
তুমি চাইলেই হয়ে যাব আমি নদী,
তুমি চাইলেই হয়ে যাব আমি নদী,
হয়ে যেতে পারি নিয়নের লাল বাতি
মন থেকে তুমি একবার চাও যদি
চাও যদি হবে কবিতার সাথে আড়ি
তোমার জন্য রোদ্দুর হতে পারি
তোমার জন্য রোদ্দুর হতে পারি
তোমার জন্য রোদ্দুর হতে পারি
শূন্য আকাশ, মন খারাপের দিন
তোমার জন্য মেঘ হতে নেই মানা,
তুমি চাইলেই হয়ে যেতে পারি আমি
অপরাজিতার নীল রঙ ছোঁয়া ডানা
শূন্য আকাশ, মন খারাপের দিন
তোমার জন্য মেঘ হতে নেই মানা,
তোমার জন্য মেঘ হতে নেই মানা,
তুমি চাইলেই হয়ে যেতে পারি আমি
অপরাজিতার নীল রঙ ছোঁয়া ডানা
তোমার জন্য রোদ্দুর হতে পারি
হতে পারি নীল জোছনায় ভেজা রাত,
তোমার জন্য রংধনু হতে পারি
তোমার জন্য রংধনু হতে পারি
হতে পারি দ্বিতীয়ার বাঁকা চাঁদ
তোমার জন্য রোদ্দুর হতে পারি
তোমার জন্য রোদ্দুর হতে পারি
তোমার জন্য রোদ্দুর হতে পারি
Tomar jonno Roddur-Lyrics In English:
Tomar jonno roddur hote pair
Tomar jonno roddur hote pair
Hote pari neil joshnai veja raat
Tomar jonno rongshuni hote pari
Hote pari dithiyar baka chad
Tomar jonno roddur hote pair
Hote badha nai kalbaisakhi jhor
Tumi chailei hoye jabo ami nadi
Hoye jete pari niyoner lal bati
Mon theke tumi ekbar chau jodi
Hote badha nai kalbaisakhi jhor
Tumi chailei hoye jabo ami nadi
Hoye jete pari niyoner lal bati
Mon theke tumi ekbar chau jodi
Song Credit:
গানের নামঃ তোমার জন্য রোদ্দুর
শিল্পীঃ শুভমিতা ও সমরজিৎ রায়
শিল্পীঃ শুভমিতা ও সমরজিৎ রায়
গানের কথাঃ সঞ্জয় রায়
গানের সুরঃ সমরজিৎ রায়
সমবেত কন্ঠ: শান্তা, চন্দ্রিমা, ঐশী, শ্রাবণী, ঋতু, শ্রাবন্তী ও প্রমা (সুরছায়ার শিক্ষার্থী)