বঁধু তোমার আমার এই যে বিরহ (Bodhu Tomar Amar Ei Je Biroho)-লিরিক্স | নজরুলগীতি

 

বঁধু তোমার আমার এই যে বিরহ

বঁধু তোমার আমার এই যে বিরহ-লিরিক্স | স্বরলিপিঃ

 বঁধু তোমার আমার এই যে বিরহ
এক জনমের নহে ।
তাই যত আছে পাই তত এ হিয়ায়
কি যেন অভাব রহে ।
বারে বারে মোরা কত সে ভুবনে আসি
নিমেষে দুইজনে ভালবাসি,
দলিয়া সহসা মিলনের সেই মালা
চলিয়া গিয়াছি দোহে ।
আমরা বুঝি গো বাঁধিব না ঘর , অভিশাপ বিধাতার ,
শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি চাঁদ আর পারাবার ।
মোদের জীবন মঞ্জরী দুটি হায়
শতবার ফোটে শতবার ঝরে যায় ,
বঁধু আমি কাঁদি ব্রজে তুমি কাঁদ মধুরায় ,
মাঝে অপার যমুনা বহে ।

Bodhu Tomar Amar Ei Je Biroho-Lyrics:

Bodhu toamr amar ei je biroho
Ek jonomer nohe

Tai joto ace pai toto e hiyai
Ki jano obhab rohe

Bare bare mora koto se bhubone asi
Nimeshe duijone bhalobasi
Doliya sohosa miloner sei mala
Choliya giyache dohe 

Amra bhujhi go badhibo na ghor, obhisab bidhatar
Shudhu cheye thaki kede kede daki chad ar parabar

Moder jibon monjuri duti hai
Shotobar phote shotobar jhore jai
Bodhu ami kadi broje tumi kado modhurai
Majhe opar Jamuna bohe



Song Information:


গানের নামঃ বঁধু তোমার আমার এই যে বিরহ

শিল্পীর নামঃ মোহিত খান
গীতিকারঃকাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
রাগঃ
তালঃ দাদ্‌রা

আরও নজরুলগীতির লিরিক্সঃ 

Post a Comment

Previous Post Next Post