এই শিকল পরা ছল-বাংলা লিরিক্স:
এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল..
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল..
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল..
এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল..
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল..
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল..
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প'রেই বাঁধন-ভয়কে কর্ব মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল॥
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প'রেই বাঁধন-ভয়কে কর্ব মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল॥
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প'রেই বাঁধন-ভয়কে কর্ব মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল॥
তোমার বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস,
আর ভয় দেখিয়েই ক'র্বে ভাবছ বিধির শক্তি হ্রাস
আর ভয় দেখিয়েই ক'র্বে ভাবছ বিধির শক্তি হ্রাস
সেই ভয়-দেখানো ভূতের মোরা ক'র্বো সর্বনাশ,
এবার আন্বো মাভৈঃ বিজয়-মন্ত্র বল-হীনের বল॥
তোমরা ভয় দেখিয়ে কর্ছ শাসন জয় দেখিয়ে নয়;
সেই ভয়ের টুঁটি ধর্ব টিপে কর্ব তারে লয়।
সেই ভয়ের টুঁটি ধর্ব টিপে কর্ব তারে লয়।
মোরা আপনি ম'রে মরার দেশে আন্ব বরাভয়,
প'রে ফাঁসি আন্ব হাসি মৃত্যু-জয়ের ফল॥
ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা,
এ যে মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা!
এ যে মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা!
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হান্ছে লাঞ্ছনা,
মোদের অশ্রু দিয়েই জ্ব'লবে দেশে আবার বজ্রানল॥
এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল..
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল..
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল..
এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল..
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল..
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল..
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প'রেই বাঁধন-ভয়কে কর্ব মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল॥
Ei Shikol Pora Chol-Lyrics In English:
Ei shikol pora Chol moder e shikol pora chol
Ei Shikol porei shikol toder korbo re bikol..
Ei shikol pora Chol moder e shikol pora chol
Ei Shikol porei shikol toder korbo re bikol..
Toder bondu karari asa moder bondi hote noi,
ore khoy korete asa moder sobar badhon bhoy..
Ei badhon porei badhon-bhoyke korbo mora joy
Ei shikol-badha pa noi e shikol vanga kol
Tomar bondo ghoreer bodbonite korso bisso gras
Ar voy dekheyei korbe vabseo bidhir shanti hrash
Sei voy dekhano bhuter mora korbo sorbonas
Ebar anbo mavoi bijoy montro bol hiner bol
Tomra voi dekhiye korso shashon joy dekheye noi
Sei voyer toti dhorbo tipe korbo taree loy
Mora aponi more morar deshe anbo bora voy
Pore fasi anbo hasi mirtu-joyer phol
Ore krodon noi bondhon ei shiko-jhanjona
E je mukttier pother agro duter choron-bondona !
Ei lanchiterrai ottacharke hanche lanchona
Moder osrhu diyei jolbe deshi abar bosronal,,
Ei shikol pora Chol moder e shikol pora chol
Ei Shikol porei shikol toder korbo re bikol..
Toder bondu karari asa moder bondi hote noi,
ore khoy korete asa moder sobar badhon bhoy..
Ei badhon porei badhon-bhoyke korbo mora joy
Ei shikol-badha pa noi e shikol vanga kol
Song Information:
Singer: Chorus
Lyrics & Tune : Kazi Nazrul Islam
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
তাল: দ্রুত-দাদরা