আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়-লিরিক্সঃ
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়
আ হাহাহা হাহাহা লালা লালা
আশার সমাধি ঘিরে
সেই পাখি আজও গান গায়
একাকি হেঁটে চলেছি আমি
হৃদয় মরুর আঙ্গিনায়
এক সুখের বৃষ্টি এসেছিল
ক্ষনে ক্ষনে তাই মনে হয়
আ হাহাহা হাহাহা লালা লালা
কাব্য কবিতার ঘিরে
সত্যি মিথ্যার স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়
Amar shopnogulo Keno Emon Shopno Hoi-Lyrics:
Amar shopnogulo kano emon shopno hoi
E monta kano bare bare venge jai
Amar shopnogulo kano emon shopno hoi
E monta kano bare bare venge jai
Amar kobitagulo protidin chondo haray
Tomar sritigulo protiraate amake kadai
A a ha ha ha ha lala lala
Asar somadhi gheri
Asar somadhi gheri
Sei pakhi ajo gaan gai
Akaki hete cholechi ami
Hridoy morur anginay
Ek suker bristi esochilo
khone khone tai mone hoi
A ha ha ha ah aha lala lala
Kabbo kobitar ghere
Sotti mittar stan pai
Amar akasher sob meghgulo
Dukher bristi hoye jhore jai
Bedonar duchok jure klanti
Sob kishu ovinoy mone hoi
Amar shopnogulo kano emon shopno hoi
E monta kano bare bare venge jai
Amar shopnogulo kano emon shopno hoi
E monta kano bare bare venge jai
Amar kobitagulo protidin chondo haray
Tomar sritigulo protiraate amake kadai
Song Credit:
সুরকারঃ আইয়ূব বাচ্চু
গীতিকারঃ আগুন
Singer: Agun
Album: Koto Dukkhe Achi
Lyrics: Khan Asifur Rahman Agun
Tune: Ayub Bachchu
Label: Sangeeta