আজ খেলা ভাঙার খেলা-বাংলা লিরিক্স:
আজ খেলা ভাঙার খেলা
আজ খেলা ভাঙার খেলা
খেলবি আয় আয় আয়
আজ খেলা ভাঙার খেলা
সুখের বাসা ভেঙে...
সুখের বাসা ভেঙে ফেলবি আয় আয় আয়
খেলা ভাঙার খেলা
আজ খেলা ভাঙার খেলা
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
উধাও মনের পাখা ..
উধাও মনের পাখা মেলবি আয় আয় আয়..
উধাও মনের পাখা মেলবি আয় আয় আয়..
খেলা ভাঙার খেলা
আজ খেলা ভাঙার খেলা
অস্তগিরির ওই শিখরচূড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে..
অস্তগিরির ওই শিখরচূড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে..
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে..
কালবৈশাখীর হবে যে-নাচন,
সাথে নাচুক তোর মরণবাঁচন,
কালবৈশাখীর হবে যে-নাচন,
সাথে নাচুক তোর মরণবাঁচন,
সাথে নাচুক তোর মরণবাঁচন,
হাসি কাঁদন পায়ে ঠেলবি আয় আয় আয়
খেলা ভাঙার খেলা
আজ খেলা ভাঙার খেলা
আজ খেলা ভাঙার খেলা
আজ খেলা ভাঙার খেলা
খেলবি আয় আয় আয়
আজ খেলা ভাঙার খেলা
সুখের বাসা ভেঙে...
সুখের বাসা ভেঙে ফেলবি আয় আয় আয়
খেলা ভাঙার খেলা
আজ খেলা ভাঙার খেলা ..
Aj Khela Bhangar Khela-Lyrics In English:
Aj Khela vangar khela
Aj khela Bhangar khela
Khelbe ay ay ay
aj Khelavangar khela
Suker basa venge..
Suker basa venge phelbe ay ay ay
Aj khela vangar kheal
Song Information:
Singer: Nandita
Lyrics & Tune: Rabindranath Tagore
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানটি, ১১ ফেব্রুয়ারি, ১৯২৩ (২৯ মাঘ, ১৩২৯ বঙ্গাব্দ) রচিত হয়,
রাগ: খাম্বাজ, তাল: কাহারবা,
এটি একটি প্রকৃতি পর্যায়ের গান। গানটি শান্তিনিকেতনে রচিত হয়।
গানটি অনেক নবীন ও প্রবীণ শল্পিীবৃন্দ গেয়েছেন, তার মধ্যে অরুপ পাল, নন্দিতা ,ইন্দ্রনীল সেন,কিশোর কুমার প্রমুখ....