মোর ঘুম ঘোরে এলে মনোহর(Mor Ghumo Ghore Ele Monohor)-লিরিক্স | নজরুলগীতি

মোর ঘুম ঘোরে এলে মনোহর


মোর ঘুম ঘোরে এলে মনোহর-বাংলা লিরিক্স 

মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ

শ্রাবণ-মেঘে নাচে নটবর
শ্রাবণ-মেঘে নাচে-নাচে-নাচে

শ্রাবণ-মেঘে নাচে নটবর
রমঝম, ঝমঝম, রমঝম,
মোর ঘুমঘোরে এলে, ঘুমঘোরে-
ঘুমঘোরে, এলে মনোহর।

শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু 
মোর বিকশিল আবেশে তনু
মোর বিকশিল আবেশে তনু

নীপ-সম, নিরুপম, মনোরম,
মোর ঘুমঘোরে এলে, ঘুমঘোরে
ঘুমঘোরে, এলে মনোহর

মোর ফুল বনে ছিল যত ফুল-
মোর, ফুল বনে ছিল যত ফুল-
ভরি ডালি, দিনু ঢালি,

দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর,
মোর ফুল বনে ছিল যত ফুল-
ভরি ডালি দিনু ঢালি
দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর,
হায় নিলে না সে ফুল,
হায় নিলে না সে ফুল,
ছি ছি বেভুল,

নিলে তুলি' খোঁপা খুলি' কুসুম-ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি'
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি'

জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম।
মোর ঘুমঘোরে এলে মনোহর
নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ
শ্রাবণ-মেঘে নাচে নটবর
শ্রাবণ-মেঘে নাচে-নাচে-নাচে
শ্রাবণ-মেঘে নাচে নটবর

রমঝম ঝমঝম রমঝম।
মোর ঘুমঘোরে এলে, ঘুমঘোরে-
ঘুম ঘোরে, এলে মনোহর।

Mor Ghomo ghore Ele Monohor-Lyrics In English:

 Mor ghomo ghore ele monohor
Nomo nomo nomo nomo nomo

Srabob-Meghe Nache notobor
Srabob-Meghe Nache notobor

Srabob-Meghe Nache notobor
 Romo jhomo,  Romo jhomo,  Romo jhomo,

Mor ghomo ghore ele monohor
Ghomo ghore ele monohor


মোর ঘুম ঘোরে কে এলে মনোহর-Video Song:



 Song Information:

Singer : Nupur Kazi

Lyrics & Tune :  Kazi Nazrul Islam

কথা ও সুর : কাজী নজরুল ইসলাম

গানটি অনকেইে গয়েছেনে তার মধ্যে ফেরদৌস আরা, অদিতি মুন্সি,নুপুর কাজী প্রমুখ..

This Song is has been sung by many artists like Nupur Kazi, Ferdous Ara, Iman Chakraborty & others..



আরও নজরুলগীতির লিরিক্স :



Post a Comment

Previous Post Next Post