ফিরিয়ে দাও আমার ই প্রেম (Firiye Dao Amar E Prem)-লিরিক্স | শাফিন আহমেদ | মাইলস

ফিরিয়ে দাও আমার ই প্রেম


ফিরিয়ে দাও আমার ই প্রেম-বাংলা লিরিক্স:

 নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়..
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়..

 নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়..
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়..

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ....

কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..

ফিরিয়ে দাও আমার-ই প্রেম
তুমি ফিরিয়ে দাও..
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না....

আমার হৃদয়জুড়ে শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে কেন মুছে দিলে
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ....

কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..

ফিরিয়ে দাও আমার-ই প্রেম
তুমি ফিরিয়ে দাও..
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..
অকারণ অভিমানে
তুমি চলে যেও না..
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..

কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও আমার-ই প্রেম
তুমি ফিরিয়ে দাও..

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়..
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়..

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ...

কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..

ফিরিয়ে দাও আমার-ই প্রেম
তুমি ফিরিয়ে দাও..

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..
ফিরিয়ে দাও আমার-ই প্রেম
তুমি ফিরিয়ে দাও..

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..

ফিরিয়ে দাও আমার-ই প্রেম
তুমি ফিরিয়ে দাও..

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..

Firiye Dao Amar E Prem-Lyrics In English:

Nisso koreso amay
ki nithor cholonay..
 Tumi hina a hridoy amar 
Ekaki asohoy..
.
Nisso koreso amay
ki nithor cholonay..
 Tumi hina a hridoy amar 
Ekaki asohoy..

Peyea haranor bedonay 
Pori cholechi sarakkon..

Kano tum michey mayay 
Bedheychile amar tokhon

 Firiye dao amar e prem
tumi friye  dao..
Firiye dao harano dingulo 
E bhabe chole jao na..
Aamr Hridoy jure shudhu tumi chile
Joto sukh chilo mone kano muche dile
Paye haronor bedhonay 
pore cholechi sarakkon..

Kano tumo michey mayay 
Bedhechile amay tokhon.

 Firiye dao amar e prem
tumi friye  dao..
Firiye dao harano dingulo 
E bhabe chole jao na..

 Song Information :

Song Name: Firiye Dao 
Voice | Singer: Shafin Ahmed
Band Music
Band Name: Miles

গানের নাম: ফিরিয়ে দাও 
কন্ঠ : শাফিন আহমেদ
ব্যান্ড মিউজিক
ব্যান্ড : মাইলস

Album: Ptottasha
Release Year: 1993  

Lyrics: Miles
কথা: মাইলস

ব্যান্ড মিউজিক ক্যাপশান | Bangla Band Music Caption:


 নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনায়..
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়..

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ....
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন..

ফিরিয়ে দাও আমার-ই প্রেম 
তুমি ফিরিয়ে দাও..
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না....

ফিরিয়ে দাও আমার-ই প্রেম গানটির সুরকার কে ?
--

ফিরিয়ে দাও আমার-ই প্রেম -গানটি কে  লিখেছেন ?
-- ব্যান্ড :মাইলস

ফিরিয়ে দাও আমার-ই প্রেম-গানটির শিল্পী কে ?
-- শাফিন আহমেদ




শাফিন আহমেদ এর আরও গান :

 আরও ব্যান্ড মিউজিক :







Post a Comment

Previous Post Next Post