ভাবিনি কখনো-বাংলা লিরিক্স :
ভাবিনি কখনো তোকে মনের মাঝে সাজাবো
তোরে প্রেমেতে জড়িয়ে আঙুলে আঙুল ছোয়াবো
তুই ছাড়া আর কে
গোপনে ঝড় ওঠে
বোঝানো যাবে না কোন কথা
একাকী ঘরেতে..
হৃদয়েরই তটে..
নিভে গেলি যে তুই নিরবতায়
ভাবিনি কখনো তোকে মনের মাঝে সাজাবো
তোরে প্রেমেতে জড়িয়ে আঙুলে আঙুল ছোয়াবো
তোর দুচোখের চাহনিতে
বৃষ্টি ভেচে তশিতে
মন বলে শুধু বসে রই তোর কাছাকাছি
কোথাও না হোক দেখেই যাবো
এই আশায় আছি..
তুই শুধু তুই আমার আরাধনায়
চাই তোকে মন মহনায়..
তুই ছাড়া আর কে
গোপনে ঝড় ওঠে
বোঝানো যাবে না কোন কথা
একাকী ঘরেতে..
হৃদয়েরই তটে..
নিভে গেলি যে তুই নিরবতায়
ভাবিনি কখনো তোকে মনের মাঝে সাজাবো
তোরে প্রেমেতে জড়িয়ে আঙুলে আঙুল ছোয়াবো
তোর উঠানে এক কোণেতে
দাড়িয়ে আছি ফুল ফোটাতে..
ঘুম ভেঙে গেল তোর এখনি
হয়ে জোনাকী...
যে করে হোক মুছেই দেব
যে ব্যথা বাকী..
আয় তোক ছুই অসীম ভালো বাসায়
কভু যে অন্নেষা হয়
তুই ছাড়া আর কে
গোপনে ঝড় ওঠে
বোঝানো যাবে না কোন কথা
একাকী ঘরেতে..
হৃদয়েরই তটে..
নিভে গেলি যে তুই নিরবতায়
ভাবিনি কখনো তোকে মনের মাঝে সাজাবো
তোরে প্রেমেতে জড়িয়ে আঙুলে আঙুল ছোয়াবো
Bhabini Kokhono-Lyrics In English:
Bhabinini kokhono toke moner majhe sajabo
Tore premete joriya angule angul choyabo
Tui chara ar ke
Gopone jhor uthe
Bhojano jabe na kono kotha
Ekaki ghorete
ridoyer e tote
Nibhe gelo gali je tui nirabotay
Song Credit:
Song Name: Bhabini Kokhono
Voice : Habib Wahid & Antara Kotha
গানের নাম : ভাবিনি কখনো
কন্ঠ : হাবিব ওয়াহিদ ও অন্তরা কথা
Lyric : Surid Sufian
Tune: Habib Wahid
কথা: সুহৃদ সুফিয়ান
সুরঃ হাবিব ওয়াহিদ
Music: Habib Wahid
সঙ্গীতায়োজনে : হাবিব ওয়াহিদ
Folk Song
Label: Habib Wahid
ভাবিনি কখনো গানের ক্যাপশান | Status:
ভাবিনি কখনো তোকে মনের মাঝে সাজাবো
তোরে প্রেমেতে জড়িয়ে আঙুলে আঙুল ছোয়াবো
তুই ছাড়া আর কে
গোপনে ঝড় ওঠে
ভাবিনি কখনো-গানটির সুরকার কে?
--হাবিব ওয়াহিদ
ভাবিনি কখনো-গানটি কে লিখেভেছ?
- সুহৃদ সুফিয়ান
ভাবিনি কখনো -গানটির শিল্পী কে?
-- হাবিব ওয়াহিদ ও অন্তরা কথা