অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে (Agnibina Bajao Tumi)-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!


 অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে-বাংলা লিরিক্স:

 অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে !
অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে !

আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!

তেমনি ক'রে আপন হাতে  ছুঁলে আমার বেদনাতে,
তেমনি ক'রে আপন হাতে  ছুঁলে আমার বেদনাতে,
নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন 'পরে 
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!

বাজে ব'লেই বাজাও তুমি সেই গরবে,
ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে।
বাজে ব'লেই বাজাও তুমি সেই গরবে,
ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে।

বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ'রে 
বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ'রে 

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!

Agnibina Bajao Tumi Kemon kore-Lyrics In English:

Agnibina bajao tumi kemon kore !
Agnibina bajao tumi kemon kore !

Akash kape taray alolor ganer ghore..
Agnibina bajao tumi kemon kore !

Temoni kore apon hate chule amar bedonate,
Temoni kore apon hate chule amar bedonate,

Notun sristi jagle bhuji jibon pore
Agnibina bajao tumi kemon kore !

Baje bolei bajao tumi sei gorobe,
Ogo provu, amar prane sokol sobe.
Baje bolei bajao tumi sei gorobe,
Ogo provu, amar prane sokol sobe.

Bisom tomar bohighate bare bare amar rate
jaliya dile notun tara betha bhore

Bisom tomar bohighate bare bare amar rate
jaliya dile notun tara betha bhore

Agnibina bajao tumi kemon kore !
Akash kape taray alolor ganer ghore..
Agnibina bajao tumi kemon kore !



Song Information

Singer: Kakoli Rakshit

Lyrics & Tune: Rabindranath Tagore


রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানটি, ১৯১৪১ সাল, ১৩ আশ্বনি, ১৩২১ (বঙ্গাব্দ) রচিত হয়, 

রাগ: সাহানা, তাল: তেওরা,

এটি একটি পূজা  পর্যায়ের গান। গানটি শান্তনিকিতেনে রচিত হয়।
গানটি অনেক নবীন ও প্রবীণ শল্পিীবৃন্দ গেয়েছেন, তার মধ্যে অরুপ পাল, কাকলী রক্ষতি,সুশীল ঘোষ, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত প্রমুখ....

আরও রবীন্দ্র  সঙ্গীত লরিক্সিঃ



Post a Comment

Previous Post Next Post