সেই ভালো সেই ভালো (Sei Bhalo Sei Bhalo)-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত

 

সেই ভালো সেই ভালো

সেই ভালো সেই ভালো-বাংলা লিরিক্স:

সেই ভালো সেই ভালো,  
আমারে নাহয় না জানো।
     দূরে গিয়ে নয় দুঃখ দেবে,  
কাছে কেন লাজে লাজানো ॥
মোর বসন্তে লেগেছে তো সুর, 
বেণুবনছায়া হয়েছে মধুর..
          থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো।
     গোপনে দেখেছি তোমার ব্যাকুল  নয়নে ভাবের খেলা।
     উতল আঁচল, এলোথেলো চুল,
  দেখেছি ঝড়ের বেলা।
তোমাতে আমাতে হয় নি যে কথা  মর্মে আমার আছে সে বারতা..
          না বলা বাণীর নিয়ে আকুলতা  আমার বাঁশিটি বাজানো ॥
                   

Sei Bhalo Sei Bhalo-Lyrics In English:

Sei bhalo sei bhalo,
 amare na hoi jano
Sei bhalo sei bhalo, 
amare na hoi jano
Dure giye noy dukko dibe, 
Kase kano lage lajano...


Song information


Singer : Shirin Soraiya | শিরিন সোরাইয়া
Lyric and Tune : Rabindranath Tagore


রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯২৬ সালে রচতি (বাংলা-চৈত্র, ১৩৩২) গানটি প্রেম সঙ্গীত। রচনাস্থান: শান্তনিকিতেন 

 তাল-দাদরা। রাগ: খাম্বাজ । গানটি অনকেইে গেয়েছেন।তার মধ্যে  সোম চট্টোপাধ্যায়, শ্রয়ো গুহঠাকুরতা, দীপঙ্কর বসু,দবেব্রত বশ্বিাস,জয়তী চক্রর্বতী,অরুপ পাল,অচন্ত্যি মন্ডল,শরিনি সোরাইয়া প্রমুখ।

আরও রবীন্দ্র সঙ্গীত লিরিক্স :


হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ-লিরিক্স:

ও আমার দেশের মাটি-লিরিক্সবড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও-লিরিক্সবড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও-লিরিক্সতুমি রবে নীরবে হৃদয়ে মম-লিরিক্সআমার সকল দুখের প্রদীপ-লিরিক্সএই করেছ ভালো,নিঠুর হে-লিরিক্স


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো-লিরিক্সঅকারণে অকালে মোর পড়ল যখন ডাক- লিরিক্স:আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি-লিরিক্সআজি ঝরো ঝরো মুখর বাদল দিনে-লিরিক্সমাঝে মাঝে তব দেখা পাই-লিরিক্স

Post a Comment

Previous Post Next Post