হে নূতন, দেখা দিক আর (Hey Nuton Dekha Dik Ar)-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত

    

হে নূতন, দেখা দিক আর (Hey Nuton Dekha Dik Ar)-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত

 হে নূতন,দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ -বাংলা লিরিক্স:

  হে নূতন,

               দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ।। 

               তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন 

                              সূর্যের মতন । 

               রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন । 

                        ব্যক্ত হোক জীবনের জয়,

               ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময় । 

               উদয়দিগন্তে শঙ্খ বাজে,  মোর চিত্তমাঝে

                       চিরনূতনেরে দিল ডাক 

                             পঁচিশে বৈশাখ ।।


Hey Notun, Dekha Dik Ar Bar-Lyrics In English:

Hey nuton,

Dekha dik ar-bar jonnomer prothom suvo khon.

             Tomar prokash hok kuhelika kori udghatoon

   Surjer moton.

                              Rikkotar bokko vadi aponar  koro unnomochon.

           Baktoo hok jiboner joy,

Bakto hok toma majhae oshimer chiro bissoy

                      

        Udoy digontee songko baje , mor chittee majhe

             Chiro nutoner dilo dak

                       Posesa  Boishakh.

                            





Song information


Singer : Swagatalakshmi Dasgupta | স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত
Lyric and Tune : Rabindranath Tagore


রবীন্দ্রনাথ ঠাকুরের ৬ মে, ১৯৪১ সালে রচতি (বাংলা-২৩ বৈশাখ, ১৩৪৮) গানটি আনুষ্ঠানিক  পর্যায়ের সঙ্গীত।

 তাল-কাহারবা। রাগ: ভৈরবী । গানটি অনকেইে গেয়েছেন।তার মধ্যে  এম এস শুভলক্ষ্মী, পঙ্কজ মল্লিক, ইন্দ্রাণী সেন, কাদেরী কিবরিয়া, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ,অজয় বর্ধন,স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত,সত্যম দেবনাথ, সপ্তক দেবনাথ প্রমুখ।


আরও রবীন্দ্র সঙ্গীত লিরিক্স :

হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ-লিরিক্স:

ও আমার দেশের মাটি-লিরিক্সবড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও-লিরিক্সবড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও-লিরিক্সতুমি রবে নীরবে হৃদয়ে মম-লিরিক্সআমার সকল দুখের প্রদীপ-লিরিক্সএই করেছ ভালো,নিঠুর হে-লিরিক্সজীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো-লিরিক্সঅকারণে অকালে মোর পড়ল যখন ডাক- লিরিক্স:আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি-লিরিক্সআজি ঝরো ঝরো মুখর বাদল দিনে-লিরিক্সমাঝে মাঝে তব দেখা পাই-লিরিক্স


Post a Comment

Previous Post Next Post