অকারণে অকালে মোর পড়ল যখন ডাক (Okarone Mor Porlo Jokhon Dak)-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত


অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক-বাংলা লিরিক্স:

 অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

          তখন আমি ছিলেম শয়ন পাতি।

বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক,

          ধরায় তখন তিমিরগহন রাতি।

          ঘরের লোকে কেঁদে কইল মোরে,

          "আঁধারে পথ চিনবে কেমন ক'রে?'

আমি কইনু, "চলব আমি নিজের আলো ধরে,

          হাতে আমার এই-যে আছে বাতি।'

বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে

          চোখে ততই লাগে আলোর বাধা,

ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে--

          আধেক দেখা করে আমায় আঁধা।


          গর্বভরে যতই চলি বেগে

          আকাশ তত ঢাকে ধুলার মেঘে,

শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে--

          পায়ে পায়ে সৃজন করে ধাঁধা ॥

হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজালে,

          হঠাৎ হাতে নিবল আমার বাতি।

চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কালে--

          চেয়ে দেখি তিমিরগহন রাতি।

          কেঁদে বলি মাথা করে নিচু,

          "শক্তি আমার রইল না আর কিছু!'

সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু

          এসেছ মোর চিরপথের সাথি ॥


Okarone mor porlo jokhon dak-Lyrics In English:


Okarone mor porlo jokhon dak

Tokhon ami chelem sohoyn pati

     Bissho tokhon aloy daraya nirbak

Dharay tokhon timir ghohon rati


Ghorer loke kede kohilo more

"Adharar poth chinbe kemon kore?

Ami koinu "cholbo ami nijjer alo dhore, 

Hate amar ei je ase bati"

         Bati jotoi uchho sikay jole apon taje

choke totoi lage alor badha



Song information


Singer : Debararata Biswas
Lyric and Tune : Rabindranath Tagore


রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানটি ১৩৩৫ (বঙ্গাব্দ), রাগ: সাহানা, তাল: দাদরা..
এটি একটি পূজা পর্যায়ের গান। গানটি অনেক নবীন ও প্রবীণ শিল্পীবৃন্দ গেয়েছেন

তার মধ্যে দেবব্রত বিশ্বাস,সুশীল মল্লকি, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত,শৈলেন দাস,সেীরভ চক্রবর্তী, চঞ্চল খান ,পূজা দবেব্রত বশ্বিাস,প্রমুখ..

আরও রবীন্দ্র সঙ্গীত লিরিক্স :




Post a Comment

Previous Post Next Post