হারিয়ে যাবো একদিন আমি-লিরিক্স
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ভুল করে থাকি যদি কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর
বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর
পড়বে কি মনে আমার কথা?
ফেলবে কি অশ্রু কোনোদিন?
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জ্বালবে
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাবো একাকী রাত্রি দিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
Hariya Jabo Ekdin Ami-Islamic Song Lyrics
Hariya Jabo Ekdin Ami
Robo E Bhubone chirodin
Hariya Jabo Ekdin Ami
Robo E Bhubone chirodin
khoma Kore dio amar
Bhul Kore Thaki Jodi Konodin
Bashbagane ba gorstane
Hoito debo mor Kobor
Tomra Aamy Jabe Bhule
Rakhbe na Jani Kono Khobor
Porbe ki Mone Amar Kotha ?
Felbe Ki Asro Konodin?
Song Credit:
Song: Hariye Jabo Ekdin Ami
Singer: Qari Abu Rayhan
Lyric & Tune: Aminul Islam Mamun
Record Label: Holy Tune Studio
Music Direction: Muhammad Badruzzaman
Sound Design: Mahfuzul Alam
Video: Md. Abubakar Siddik