এই সুন্দর ফুল সুন্দর ফল-লিরিক্সঃ
এই সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানি
খোদা তোমার মেহেরবানি
এই সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানি
খোদা তোমার মেহেরবানি
শস্যশ্যামল ফসলভরা
মাঠের ডালিখানি
খোদা তোমার মেহেরবানি
খোদা তোমার মেহেরবানি
তুমি কতই দিলে রতন
ভাই বেরাদর পুত্র স্বজন,
তুমি কতই দিলে রতন
ভাই বেরাদর পুত্র স্বজন,
ভাই বেরাদর পুত্র স্বজন,
ক্ষুধা পেলেই অন্ন জোগাও
ক্ষুধা পেলেই অন্ন জোগাও
মানি চাই না মানি
মানি চাই না মানি
খোদা তোমার মেহেরবানি
খোদা তোমার মেহেরবানি
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়
খোদা! তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়,
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়
শ্রেষ্ঠ নবি দিলে মোরে
তরিয়ে নিতে রোজ-হাশরে ,
তরিয়ে নিতে রোজ-হাশরে ,
পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী
পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী
পাক কোরানের বাণী
খোদা তোমার মেহেরবানি
খোদা তোমার মেহেরবানি
এই সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানি
খোদা তোমার মেহেরবানি
Ei Sundor Phool Sundor Phal-Islamic Song Lyrics:
Ei Sundor Phool Sundor Phal,
Mitha nadir pani
Khoda tumar Meherbani
Khoda Tumar Meherbani
Shosso Shamol fosol vora
Mather Dali Khani
Khoda Tomar Meherbani,
Khoda Tomar Meherbani,
Tumi Koto Dele Roton
Vai Brother putro sojon
Tumi Koto Dele Roton
Vai Brother putro sojon
Khuda Pele Anno Jogao
Khuda Pele Anno Jogao
Mani chai na mani.
Khoda Tomar Meherbani,
Khoda Tomar Meherbani,
Vocal & Artist: Md Aminul Islam, Suraiya
Akter Saifa & Ahnaf Elahi Ayan
Lyric and Tune: Kazi Nazrul Islam
Mix and Master: Ishrak Hussain
Produced By: Md Aminul Islam