প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ-লিরিক্সঃ
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।
আমার আঙিনায় ছড়ানো বিছানো
সোনা সোনা ধুলিকণা
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজবোনা।।
অরূপ জোছনায়, সাজানো রাঙানো
ঝিলিমিলি চাঁদ তলে
নিবিড় মমরায়, পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে
আমি তাতেই রেখেছি
স্বপ্নের দ্বীপ জ্বেলে।।
Prothom Bangladesh-Lyrics In English:
Song Credit:
শিরোনামঃ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
কন্ঠঃ শাহনাজ রহমতউল্লাহ
কথাঃ মনিরুজ্জামান মনির
সুরঃ আলাউদ্দিন আলী
Song Name : Prothom Bangladesh
Singer: Shanaz Rahmatullah
Lyrics:Maniruzzaman manir
Tune:Alauddin Ali