পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব-লিরিক্স | হেমন্ত মুখোপাধ্যায়



Pother Klanti Bhule

পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব

মা গো, বলো কবে শীতল হবো
পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব
মা গো, বলো কবে শীতল হবো
কতদূর আর কতদূর, বলো মা?
কতদূর আর কতদূর, বলো মা?
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো

কতদূর আর কতদূর, বলো মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো
কতদূর আর কতদূর, বলো মা?
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কতদূর আর কতদূর, বলো মা?

পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব
মা গো, বলো কবে শীতল হবো
কতদূর আর কতদূর, বলো মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব
মা গো, বলো কবে শীতল হবো
কতদূর আর কতদূর, বলো মা?




ছায়াছবিঃ মরুতীর্থ হিংলাজ, 
সুর ও শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

Song : Pather Klanti Bhule
Movie : Morutirtho Hinglaj
Artist : Hemanta Mukherjee
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Gauriprasanna Mazumder
Release : 1958

Post a Comment

Previous Post Next Post