যে থাকে আঁখি পল্লবে-লিরিক্স | মেহের আফরোজ শাওন


Photo: Collected

 যে থাকে আঁখি পল্লবে...

তার সাথে কেন দেখা হবে…?
নয়নের জলে যার বাস...
সে তো রবে নয়নে নয়নে.....
যখন আকাশ কালো হয়,
মেঘবতিদের উড়িবার তখনি সময়।
মেঘেরা উড়া উড়ি করে
বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে...
তাহারাও কানে কানে বলে
তার সাথে দেখা হবে কবে?
কখনো রোদেলা দুপুরে
তার কথা শুধু মনে পরে...
ক্লান্ত হৃদয় সরোবরে
অশ্রু টলমল করে...
তাহারাও গাঢ়স্বরে বলে
তার সাথে দেখা হবে কবে?

Lyrics In English:
 

Je Thake Akhi Pollobe
Tar Sathe Keno Dekha Hobe
Noyoner Jole jar Bas





Post a Comment

Previous Post Next Post