যাও পাখি বলো তারে-বাংলা লিরিক্সঃ
সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে
সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে
বুকের ভেতর নোনা ব্যাথা চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা
বুকের ভেতর নোনা ব্যাথা চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা
যাও পাখি যারে উড়ে তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে
যাও পাখি যারে উড়ে তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে
সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে
Jao Pakhi Bolo Tare-Lyrics In English:
Choke amar jhore kotha
Megher upor akash ure
Mone bondhu boro asa
Choke amar jhore kotha
Megher upor akash ure
Mone bondhu boro asa
Tare koyo amar hoiye
Mon chole jai odur dure
Se jeno vole na more
Mone rekho ei amare
Mon chole jai odur dure
Se jeno vole na more
Mone rekho ei amare