সব কটা জানালা খুলে দাও না
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাও না...
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাও না...
চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেয়ো নাকো মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাও না...
আজ আমি সারা নিশি থাকবো জেগে..
ঘরের আলো সব আঁধার করে
আজ আমি সারা নিশি থাকবো জেগে..
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এ দেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে, চুপি চুপি...
কেউ যেন ভুল করে গেয়ো নাকো মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাও না...
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাও না
Sob Kota Janala Khule Daw Na-Lyrics In English:
Sob kota janala khule daw na
Ami gaibo gaibo bijoyer e gaan
Ora asbe , chupi chupi
Jara Ei deshta ke bhalobeshe diya gase pran
Sob kota janala khule daw na
Ami gaibo gaibo bijoyer e gaan
Ora asbe , chupi chupi
Jara Ei deshta ke bhalobeshe diya gase pran
Song Information:
Singer: Sabina Yasmin
Lyrics: Nazrul Islam Babu
Tune : Ahmed Imtiaz Bulbul
শিল্পী : সাবিনা ইয়াসমিন
গীতিকার | কথা : নজরুল ইসলাম বাবু
সুর : আহমেদ ইমতিয়াজ বুলবুল