মোর প্রিয়া হবে এসো রাণী-লিরিক্স
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল ।।
Mor Priya Hobe Eso Rani Lyrics in English:
Mor priya hobe eso rani,
Debo khopai tarar phol
Konthy dolabo tritio thithir,
Choiti chader dul
Konthy tomar porabo balika,
honso sarir dulano malika
Bijo jorir fitay badhobo,
Megh rong ele chul
Jhosnar sathe chondon diya
Makhabo tomar gai
Ramdhanu hoe lal rong chani
Alta porabo pai
Amar ganer satt sur diya
Tomar basor rochobo priya
Tomar geriya gahibe amar,
Kobitar bulbul.
Song information
Singer : Srikanto Acharya
Lyric and Tune : Kazi Nazrul Islam
Lyric and Tune : Kazi Nazrul Islam
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
Lyric & Tune : Kazi Nazrul Islam
গানটি অনেকেই গেয়েছেন, তার মধ্যে শ্রীকান্ত আচার্য, ফেরদৌস আরা , অদিতি মুন্সি, ইউসুফ আহমেদ খান, নুপুর কাজী, খায়রুল আনাম শাকিল,প্রমুখ..
This song has been sung by many artists like Srikanto Acharya,Aditi Munshi, Ferdous Ara, Yusuf Ahmed Khan,Nupur Kazi, Khairul Anam Shakil........