কতদিন দেখিনি তোমায়-বাংলা লিরিক্স:
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি।
স্মৃতির মুকুরে মম
আজ তবু ছায়া পড়ে রানী
তবু মনে পড়ে তব মুখখানি।
স্মৃতির মুকুরে মম
আজ তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়..
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে,
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি।
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি।
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি,
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী।
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে,
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি।
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি।
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী।
কতদিন দেখিনি তোমায়।
Kotodin Dekhini Tomay-Lyrics In English:
Kotodin dekhini toamy
Tobo mone pore tabo mukko khani
Sritir mukure momo
Aj o tabo chaya pore rani
Kotodin dekhini toamy
Kotodin tumi nai kase
Tabo hridoyer trisa jage ase,
Prio jabo dure chore jai
Se aro prio hoi jani...
Song Credits:
কতদিন দেখিনি তোমায়
Kotodin Dekhini Tomay (1984)
কথা: প্রণব রায়
সুর: কমল দাশগুপ্ত
শিল্পী: মান্না দে
Song: Katodin Dekhini Tomay
Artist: Manna Dey
Music Director: Kamal Dasgupta
Lyricist: Pronab Roy