আমার ভাঙা ঘরে ভাঙা চালা-Song Lyrics | সাবিনা ইয়াসমীন


 আমার ভাঙা ঘরে ভাঙা চালা

ভাঙা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে,
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।
সাবিনা ইয়াসমীন

তুমি আমায় ডাকলা নাগো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে।
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।
ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।





কথাঃ হুমায়ূন আহমেদ
সুর ও সঙ্গীত : মকসুদ জামিল মিন্টু
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন
ছবি : শ্রাবণ মেঘের দিন

Post a Comment

Previous Post Next Post