আজ তোমার মন খারাপ মেয়ে(Aj Tomar Mon Kharap Meye)-লিরিক্স | Pori | বাপ্পা মজুমদার

আজ তোমার মন খারাপ, মেয়ে

 আজ তোমার মন খারাপ মেয়ে-বাংলা লিরিক্স:

আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি

আজ তোমার মন খারাপ, মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো

মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে (তোমার সাথে সাথে)
আমার পথে পথে (আমার পথে পথে)
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে (তোমার সাথে সাথে)
আমার পথে পথে (আমার পথে পথে)
আমি তোমার জন্য এনে দেবো
অঝোর শ্রাবণ
পাখিকে করে দেবো তোমার আপনজন
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন (যখন তখন)
বিষাদ করে ভর (বিষাদ করে ভর)
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন (যখন তখন)
বিষাদ করে ভর (বিষাদ করে ভর)
আমি তোমার জন্য এনে দেবো
অঝোর শ্রাবণ
(আকাশ ছোঁয়া জল-জোছনা)
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার মন খারাপ, মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি

Aj Tomar Mon Kharap Meye-Lyrics In  English:

Aj Tomar mon kharap meye
Tumi anmone bose aso
Akash parne dristi udash

Ami tomar jonno ane debo
Megh theke brister jhirijhiri howa
Se howay vese jabe tumi
Se howay vese jabe tumi

Aaj tomaar mon kharrap meye
Tumi anmone bose aso
Akash parne dristi udash

Ami tomar jonno ane debo
Megh theke brister jhirijhiri howa
Se howay vese jabe tumi
Se howay vese jabe tumi

Aj tomar chokher kone jol
Bristir o oviram kade
Tomar sathe sathe 
Amar pothe pothe
Aj tomar chokher kone jol
Bristir o oviram kade
Tomar sathe sathe 
Amar pothe pothe
Aj tomar jonno ene debo
Ajhor srabon
Pakhi ke kore tomar aponjo
Pori tumi vasbe megher vaje
Pori tumi vasbe megher vaje
Aj tomar josna harai alo
Projapoti danai bisad kore bhor
Jokhon tokhon 
Bisad kore vor
Aj tomar josna harai alo
Projapoti danai bisad kore bhor
Jokhon tokhon 
Bisad kore vor...

Song Credit:

Song Name : Pori | Aj Tomar Mon Kharap Meye
Singer | Voice: Bappa Mazumder
Band: Dalchhut
Lyrics :Sheikh Rana
Album : Dhulo Pora Chithi


Post a Comment

Previous Post Next Post