তুমি আমায় করতে সুখী জীবনে
অনেক বেদনাই সয়েছো
বলো না, কি সুখ তুমি পেলে?
তোমায় পেয়ে, পৃথিবী পেয়েছি,
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানি না কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি, যে ঢেউ এলে
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার,
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না, কি সুখ তুমি পেলে?
Song: Tumi Amay Korte Shukhi
Cast: Salman Shah & Shabnur
Singer: Anuradha Padowal & Amit Kumar
Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Tomake Chai
Director: Matin Rahman
Producer: Kamal Yousuf
Production: Lina Films
Label: Anupam