তোমরা কুঞ্জ সাজাও গো-লিরিক্স | শাহ আব্দুল করিম (Folk Song) | অদিতি মুন্সী

তোমরা কুঞ্জ সাজাও গো

 তোমরা কুঞ্জ সাজাও গো

আজ আমার প্রাণনাথ আসিতে পারে

বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু সুরে
যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

আতর গোলাপ সোয়া-চন্দন আনো যতন করে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

নয়ন যদি ভুলে সইগো মন ভুলেনা তারে
এগো প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে-দিনে বাড়ে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে
আমারে যেন ছেড়ে যায় না প্রভুক দিও তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

আসিবে আসিবে বলে ভরসা অন্তরে
এ করিম কয় পাই যদি আর ছাড়িবো না তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ...

মন মিলে মানুষ মিলে সময় মিলে না...

পিরিতে শান্তি মিলে না।
পিরিত করে মন উল্লাসে,
ঠেকলো যে জন ভালোবেসে
কালনাগে দংশিলে বিষে
মন্ত্র মানে না...

Tumra Kunjo Sajao Go
( Bengali Folk/Dhamail Song)

শিল্পীঃ : অদিতি মুন্সী
Composer শাহ আব্দুল করিম
Lyrics: শাহ আব্দুল করিম



Post a Comment

Previous Post Next Post