তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে(Tir Hara Ei Dheuer Sagor)-লিরিক্স | দেশাত্মবোধক গান

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে


তীরহারা এই ঢেউয়ের সাগর-বাংলা লিরিক্সঃ 

 তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে  
 তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে  

আমরা ক’জন নবীন মাঝি হাল ধরেছি
শক্ত করে রে
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে

জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই
ও ও ও ও ও ও ও ও 

জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই
ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই

জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর-মাঝি রে

তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে

জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
না না না না না না
তারাও তো ভুলে কভু ডাকে না
জীবনের রঙে মনকে টানে না

বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও

বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুত্‌ আমায়
হঠাৎ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়

তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে 
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে 

আমরা ক’জন নবীন মাঝি হাল ধরেছি
শক্ত করে রে

তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে

Tir Hara Ei Dheuer Sagor-Lyrics In English:

Tir hara ei dheuer sagor 
Pari debo re
Tir hara ei dheuer sagor 
Pari debo re

Amra kojon nabin majhi hal dhoriche
Shokto kore re

Tir hara ei dheuer sagor 
Pari debo re
Tir hara ei dheuer sagor 
Pari debo re

Jibon kate juddo kore
Praner maya sango kore
Jiboner sadh nahi pai
O o o o o o o

Jibon kate juddo kore
Praner maya sango kore
Jiboner sadh nahi pai
Ghor bari thikana nai
Din ratri jana nai
Cholar simana sothik nai

Jani shudhu cholte hobe
E tori haite hobe
Ami je sagor majhe re

Tir hara ei dheuer sagor 
Pari debo re
Tir hara ei dheuer sagor 
Pari debo re

Song Credit:

Song Name: Tir Hara Ei Dheuer Sagor

Singer: Chorus

Lyrics: Apel Mahmood

Tune : Apel Mahmood

গানঃ  তীরহারা এই ঢেউয়ের সাগর

শিল্পীঃ  সমবেত সংগীত

কথা | গীতিকারঃ আপেল মাহমুদ

সুরকারঃ আপেল মাহমুদ

বছরঃ ১৯৭১





আরও দেশাত্মবোধক গানঃ 














Post a Comment

Previous Post Next Post