তুমি দিন থাকতে দ্বীনের সাধন
কেন করলে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনা
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালন বলে তাহার সময়
দ্বন্দ রয় না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে
সময় গেলে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে
Lyrics : Lalon Fakir
Music Arranged By:- Pratik Sarkar
Singer : Nabanita Paul (Saha)
Label: Folk Studio Bangla