ওগো প্রিয়,তব গান-লিরিক্স | নজরুলগীতি | মানস কুমার দাশ

ওগো প্রিয়,তব গান

ওগো প্রিয়,তব গান আকাশ-গাঙের জোয়ারে উজান বহিয়া যায় । মোর কথাগুলি বুকের মাঝারে পথ খুঁজে নাহি পায় ।। ওগো দখিনা বাতাস ফুলের সুরভি বহ ওরি সাথে মোর না বলা বাণী লহ , ওগো মেঘ তুমি মোর হয়ে গিয়ে কহ , বন্দিনী গিরি ঝর্ণা পাষাণ তলে যে কথা কহিতে চায় ।। ওরে ও সুরমা,পদ্মা,কর্ণফুলী তদের ভাটির স্রোতে নিয়ে যা আমার না বলা কথাগুলি ধুয়ে মোর বুক হাতে । ওরে ‘চোখ গেল’ ‘বৌ কথা কও’ পাখী তোদের কন্ঠে মোর সুর যাই রাখি কি ? ওরে মাঠের মুরলী কহিও তাহারে ডাকি , আমার এ গানের কলির না ফোটা বুলি ঝরে গেল নিরাশায়




Post a Comment

Previous Post Next Post