ও আমার দেশের মাটি,তোমার 'পরে ঠেকাই মাথা-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত | নন্দিতা


 ও আমার দেশের মাটি,তোমার 'পরে ঠেকাই মাথা

তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা
তুমি মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে
মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা
ও আমার দেশের মাটি
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে
ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে
তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে
তুমি যে সকল-সহা, সকল-বহা, মাতার মাতা
ও আমার দেশের মাটি
অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা
তবু জানিনে যে কী বা তোমায় দিয়েছি মা
আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে
তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা

Song : O Amar Desher Mati

(ও আমার দেশের মাটি)
Rabindrasangeet

Singer : Nandita



Post a Comment

Previous Post Next Post