মেলায় যাইরে মেলায় যাইরে(Melay jai re)-লিরিক্স | মাকসুদুল হক | বৈশাখী গান

Melay jai re Melay jaire

মেলায় যাই রে মেলায় যাইরে-লিরিক্সঃ

 জেগেছে বাঙ্গালির ঘরে ঘরে 
এ কি মাতন দোলা
জেগেছে সুরেরই তালে তালে 
হৃদয় মাতন দোলা

বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি...

মেলায় যাইরে মেলায় যাইরে
মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে মেলায় যাইরে
মেলায় যাইরে মেলায় যাইরে

 বখাটে ছেলেদের ভিড়ে 
ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
মেলায় যাইরে মেলায় যাইরে

জেগেছে রমণীর খোপাতে 
বেলী ফুলের মালা
ভিনদেশী সুগন্ধী মেখে আজ 
প্রেমের কথা বলা

রমনা বটমূলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এলোই বলে...

মেলায় যাইরে মেলায় যাইরে...
মেলায় যাইরে মেলায় যাইরে

বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে মেলায় যাইরে
মেলায় যাইরে মেলায় যাইরে

 বখাটে ছেলেদের ভিড়ে 
ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে..
মেলায় যাইরে মেলায় যাইরে

বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি...

মেলায় যাইরে মেলায় যাইরে
মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে মেলায় যাইরে
মেলায় যাইরে মেলায় যাইরে

 বখাটে ছেলেদের ভিড়ে 
ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
মেলায় যাইরে মেলায় যাইরে


Melay jai re Melay jai re-Lyrics In English:


Song Credit:


গানের নামঃ মেলা
শিল্পীঃ মাকসুদুল হক
কথাঃ মাকসুদুল হক
সুরঃ মাকসুদুল হক
ব্যান্ডঃ ফিডব্যাক
এলবামঃ মেলা
প্রকাশকালঃ ১৯৯০



আরও বৈশাখী গানঃ

Post a Comment

Previous Post Next Post