কতো লক্ষ জনম ঘুরে ঘুরে,
আমরা পেয়েছি এই মানব জনম
ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
ক্ষেপা, ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাব না
না না আর পাব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না
ভুবণ মোহন গড়া, কোন মণিজনার মনোহরা
ওরে রাধার প্রেমে মাতোয়ারা।
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতুয়ারা
ধূলায় যায় ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেব না
না, না, না, যেতে চাইলে যেতে দেব না
না না যেতে দেব না
তোমায় হৃদয় মাঝে ...
তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না
যাবো ব্রজের কূলে কূলে
আমরা মাখবো পায়ে রাঙ্গা তুলি
মাখবো পায়ে রাঙ্গা তুলি
ওরে পাগল মন ...
যাব ব্রজের কূলে কূলে, মাখবো পায়ে রাঙ্গা তুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
চলে গেলে, চলে গেলে, যেতে দেব না
না, না, না, যেতে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেব না
যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কি গো তার ব্রজের কূলে?
যে ডাকে চাঁদ গৌর বলে, ভয় কি গো তার ব্রজের কূলে?
ওরে দ্বিজ ভূষণ চাঁদে বলে
চরণ ছেড়ে দেব না
না, না, না, ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে ...
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না
ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
না না আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে ..
Song: lokkho jonom ghure ghure
Cover Singer: Akhi
Tune & Music: HR Liton
Dop: Kaisar
Label: T Music Station