কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া-লিরিক্স | এ্যান্ড্রু কিশোর

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিলো গো।।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিলো গো
আমারে একলা থুইয়া,
আমারে একলা থুইয়া
রইলো কোথায় গিয়া জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।

ও ঘর বাধিবো সখীর সনে
কত আশা ছিল মনে গো।
ঘর বাধিবো সখীর সনে
কত আশা ছিল মনে গো।
ভাঙিলো আদরের জোড়া,
ভাঙিলো আদরের জোড়া
কি যে গেলো হইয়া
জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।

কারে দেখাবো মনের দুঃখ গো লিরিক্স : 
Kare dekhabo moner dukkho go
Ami buk chiriya
Ontore tusheri onol
Jwale goiya goiya

Song Credit: 
Song: Kare Dekhabo Moner Dukkho
Singer: Andrew Kishore
Lyrics & Tune: Radharomon Datta
Music: Alauddin Ali
Label: Sangeeta







Post a Comment

Previous Post Next Post