যখন থামবে কোলাহল-বাংলা লিরিক্সঃ
যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জ্বল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জ্বল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে
যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
ঘুমে নিঝুম চারিদিক
যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই যেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে
যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
ঘুমে নিঝুম চারিদিক
যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
জেনো এসে গেছি
আমি অবশেষে
যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
জেনো এসে গেছি
আমি অবশেষে
পরশ বুলাবে এসে
জেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদী তীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেদো নাকো বেদনাতে
যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জ্বল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে
যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
ঘুমে নিঝুম চারিদিক
Jokhon Thambe Kolahol-Lyrics In English:
Jokhon thambe kolahol
Ghume nijhum charidik
Akasher ujjol tarata
Mitmit kore shudhu jolche
Bujhe niyo tomakei ami bhabchi
Tomakei kache daakchi
Ghumiye porona bondhu amar
Jege theko shei raat e
Jokhon thambe kolahol
Ghume nijhum charidik
Jokhon fuler gondho eshe
Abesh chorabe mone
Bujhe niyo ami
Aschi shongopone
Jokhon fuler gondho eshe
Abesh choraabe mone
Bujhe niyo ami
Aschi shongopone
Kokil er dak jodi shuno
Ami ar dure nei jeno
Ektu porei dekha hobei dujonaate
Jokhon thambe kolahol
Ghume nijhum charidik
Jokhon dokhin batash gaae
Porosh bulaabe eshe
Jeno eshe gechi
Ami obosheshe
Jokhon dokhin batash gaae
Porosh bulaabe eshe
Jeno eshe gechi
Ami obosheshe
Bashonar shei nodi tire
Chine niyo priyo sathire
Sopno bhabe kedo nako bedonate
Song Credit:
গানের নামঃ যখন থামবে কোলাহল
শিল্পীঃ রুনা লায়লা
গীতিকারঃ মাসুদ করিম
সুরকারঃ সুবল দাস
Song Name : Jokhon Thambe kolahol
Singer : Runa Laila
Lyrics : Masud Karim
Tune : Subol Das
Movie Song