জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান-লিরিক্স | খেয়ারী কর্মকার

জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান

 জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান 

কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন,
জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান। 
কোথা থেকে ছেড়ে এলো যেতে হবে কতদূর 
কোনখানে তার শেষ ঠিকানাকোনখানে তার অচিনপুর?
কবে হবে লাইন কিলিয়ারডাকবে কবে মহাজন?
জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান। 

প্রেম আগুনে চলে গাড়ি জ্বলে জ্বলে ফুরায় দম,
সিগনালে তার থামতে হলে থাকবে না যে সময় কম,
কোথায় আছে দমের মালিকবল আমারে বল না মন।
জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান। 

জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান
কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন,
জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান
Song Name : Jibon Namer Rail Garita
Original Singer : Mitali Mukherjee
Lyrics : Muhammad Rafiquzzaman
Tune : Rajesh
Gaan : Modern Song
Cover By : Kheyali Karmakar
Program Name : Shera Kontho - 2010 , Channel i

গানের নাম : জীবন নামের রেলগাড়িটা
মূল শিল্পী : মিতালী মুখার্জী
গীতিকার : মোহাম্মদ রফিকউজ্জামান
সুরকার : রাজেশ
গান : আধুনিক গান
কভার বাই : খেয়ারী কর্মকার
অনুষ্ঠানের নাম : সেরাকন্ঠ - ২০১০ , চ্যানেল আই



Post a Comment

Previous Post Next Post