জাত গেল জাত গেল বলে(Jaat Gelo Jaat Gelo Bole)-লিরিক্স | ফরিদা পারভীন

 

জাত গেল জাত গেল বলে

জাত গেল জাত গেল বলে-বাংলা লিরিক্সঃ

একি আজব কারখানা।
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।।

আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে।
কি জাত হবা যাবার কালে
সেই কথা ভেবে বলো না।।

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো শুচি।
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না।।

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এই ভ্রম তো গেল না।।

Jaat Gelo Jaat Gelo Bole-Lyrics In English:


Song Credit:


Song Name: Jaat Gelo Jaat Gelo Bole
Voice | Singer: Farida Parveen

গানের নাম: জাত গেল জাত গেল বলে
কন্ঠ : ফরিদা পারভীন
বাউল  গান

Lyrics: Lalon Fakir
Tune: Lalon Fakir

কথা: লালন ফকির
 সুরঃ লালন ফকির


বাউল গানের ক্যাপশান | Folk Song Status :





জাত গেল জাত গেল বলে-গানটির সুরকার কে ?
--লালন ফকির

জাত গেল জাত গেল বলে-গানটি কে  লিখেছেন ?
--লালন ফকির

জাত গেল জাত গেল বলে-গানটির শিল্পী কে ?
--  ফরিদা পারভীন



আরও  লালন গীতি  (More Lolon Geeti) :


জাত গেল জাত গেল-লিরিক্স

তিন পাগলে হলো মেলা-লিরিক্স

শিকল বেরি | মন ভোলা পাখি-লিরিক্স

Post a Comment

Previous Post Next Post