একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে, 'এই তো মরণ'
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে, 'এই তো মরণ'
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো
Song: Ekbar Jodi Keu Bhalobasto
Singer: Syed Abdul Hadi
Lyricist: Amjad Hossain
Composer: Alauddin Ali
Movie: Jonmo Theke Jolchi
Director: Amjad Hossain
Producer: Suraiya Akhtar Chowdhury
Language: Bangla
Label: Anupam