একদিন মাটির ভিতরে হবে ঘর-লিরিক্সঃ
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রান পাখি উড়ে যাবে
পিঞ্জর ও ছেড়ে
ধরা ধামে সবি রবে
তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত
সকলি হবে পর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমর চর্মচর
গলে পচে যাবে
শিরার ওপর শিরা গুলি
ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড
পরে রবে মাটিরো ওপর
রে মন আমার
কেন বান্ধদালান ঘর
রুপেরি গৌরবে
সাজিয়াছ সাজ
সোন দানা কতা কি আর
রাজকিয় পোশাক
যেদিন প্রন চালে যাবে
সবি পরে রবে
গায়ে দিবে মার কিনুথন
রে মন আমমার
কেন বান্ধ দালান ঘর
Ekdin Matir Bhitore Hobe Ghor-Lyrics In English:
Cover song Credits:
Singer: Wasim Kaber Palash
Lyrics & Tune : Anayet Abbas
Music Director: Tanjim Reza
Director : H Al Hadi
Mentor: MD Ubaidullah