এই রাঙামাটির পথে লো (Ei Ranga Matir Pathe Lo)-লিরিক্স | নজরুলগীতি


 
এই রাঙামাটির পথে লো

এই রাঙামাটির পথে লো-লিরিক্সঃ 

এই রাঙামাটির পথে লো
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি

এই রাঙামাটির পথে লো
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি

ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো

রইতে নারি ঘরে আমার
প্রাণ হলো উদাসী লো

মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি

মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
অঙ্গ ওঠে দুলে

মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
অঙ্গ ওঠে দুলে

দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো

দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো

মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো

মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি

চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে লো
দেখবো পথের বাঁকে
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে লো

দেখবো পথের বাঁকে
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল লো

ঝুমকো জবার ফুল
তার গলার মালার কুসুম কেড়ে
করবো কানের দুল

তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো

মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি

এই রাঙামাটির পথে লো
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি
মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি

মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি

Ei Ranga Matir Pothe lo-Lyrics In English:

Ei ranga matir pothe lo
Madol baje baje basher bashi
Madol baje baje basher bashi

Ei ranga matir pothe lo
Madol baje baje basher bashi
Madol baje baje basher bashi

Oi bashi baje buker majhe lo
Mon lage na kaje lo

Roite nari ghore amar
Pran holo udashi lo

Madol baje baje basher bashi
Madol baje baje basher bashi

Madoliyar tale tale 
Ongo othe dule lo
Ongo othe dule

Madoliyar tale tale 
Ongo othe dule lo
Ongo othe dule 

Dol lage shal piyal bone
Notun khopar phol lo

Dol lage shal piyal bone
Notun khopar phol lo

Mohuya bone lotiya pore 
Matal chader hasi lo

Madol baje baje basher bashi
Madol baje baje basher bashi

Choke valo lage jake 
Tare dekhobo pother bake lo

Dekhbo pother bake 
Tar chachor keshe poriya debo
Jumka joba phol lo

Jhum jobar phol 
Tar golar malar kusum kere 
Korbo kaner dul

Tar nacher taler isarate
Bolbo bhalobasi lo

Madol baje baje basher bashi
Madol baje baje basher bashi

Ei ranga matir pothe lo
Madol baje baje basher bashi
Madol baje baje basher bashi




Song information


Song Name : Ei Ranga Matir Pothe lo
Singer : Arpita Das
Lyric & Tune : Kazi Nazrul Islam


আরও নজরুলগীতির লিরিক্সঃ 













Post a Comment

Previous Post Next Post