এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না-লিরিক্স | রুনা লায়লা

 

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।

বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে।
আমায় তুমি ফেলে যেও না।।
এতদিন পরে কাছে এলে
ওগো এখনি কেন যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াসা
ভেঙ্গে দিওনা আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো একটু করো করুণা।।
জীবনের আকাঁবাকাঁ পথে
ও গো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
তুমি ছাড়া জীবনে
আর তো কিছুই চাইবো না।।


Song: Ei Brishti Bheja Raate
Singer: Runa Laila
Lyricist: Ahmed Zaman Chowdhury
Music: Subal Das
Movie: Norom Gorom
Director: F. Kabir Chowdhury
Production: Dreamland Star
Release Year: 1984
Copyright & Distributed By Anupam Recording Media



Post a Comment

Previous Post Next Post