চোক্ষের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে-লিরিক্স | সৈয়দ আবদুল হাদী

সৈয়দ আবদুল হাদী


 চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে

জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে 

সকল কথার মরন হইলে, হৃদয় কথা কয়
সেই কথাও চোক্ষের কাছে, নয়রে গোপন নয়
চোখেরি নাম আরশি নগর, একে একে মনের খবর 
সে তো কইয়া যাবে

এই চক্ষুতেই রোদ্র ওঠে, আবার ওঠে ঝড়
এই চক্ষুই আপন করে, আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়, দূক্ষ দিয়া যায় চইলা যায় 
সে  সইয়া যাবে


পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, 
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, 
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে

Song: Chokher Nozor Emni Koira
Cast: Shabana & Uzzal
Singer: Syed Abdul Hadi
Lyricist: Gazi Mazharul Anwar
Music: Alauddin Ali
Movie: Fokir Mojnu Shah
Director: Darashiko
Producer: Lutful Azam Darashiko
Production: D-Ras Films
Label: Anupam




Post a Comment

Previous Post Next Post