বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত | অঙ্কিতা ভট্টাচার্য্য



বড় আশা করে এসেছি গো

কাছে ডেকে লও
ফিরাইও না জননী।
দিনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি যে কিছু চাহিনে
চরণও তলে বসে থাকিব,
আর আমি যে কিছু চাহিনে
জননী বলে শুধু ডাকিব ।
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়
কেঁদে কেঁদে কোথা বেড়াব
ঐ যে হেরী
তমশ ঘন ঘরা
গহন রজনী ।

Song : Baro Asha Kore Esechi
Voice : Ankita Bhattacharyya
Rabindrasangeet
গানঃ বড়ো আশা করে এসেছি
কন্ঠঃ অঙ্কিতা ভট্টাচার্য্য
রবীন্দ্রসঙ্গীত



Post a Comment

Previous Post Next Post