আমি তোমাকেই বলে দেব-লিরিক্স | সঞ্জীব চৌধুরী

আমি তোমাকেই বলে দেব

 আমি তোমাকেই বলে দেব

কি যে একা দীর্ঘ রাতআমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রংছুঁয়ে জোছনার ছাঁয়া ।।
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রং, জানে জোছনার ছাঁয়া ।।
তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ
তুমি কান্নার রং, তুমি জোছনার ছাঁয়া ।।
আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রংছুঁয়ে জোছনার ছাঁয়া ।।

Lyric- Sanjeeb Choudhury
Tune- Bappa Mazumder
Album- Hridoypur
Band- Dalchhu




Post a Comment

Previous Post Next Post